বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২২ আগষ্ট ২০২৩, ০৩:০৮ পিএম
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বরিশালের গৌরনদীতে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেছেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সাকিব আল হাসান বলেন, বরিশালে কোনো আন্তর্জাতিক ম্যাচ বা স্থানীয় পর্যায়ের ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় তেমন একটা বরিশালে আসার সুযোগ হয়নি। মহৎ একটি কাজের উদ্দেশ্যে আসতে পেরে খুব ভালো লাগছে।
গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামে আজ মঙ্গলবার, ২২ আগস্ট দুপুরে আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ব্যারিস্টার মনির হোসেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় সাকিব আল হাসান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক মাঠে নামেন। এসময় গৌরনদীর সর্বস্তরের জনতা তাকে অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশ নেন।
এদিকে প্রিয় ক্রিকেটারকে এক নজর দেখতে হাসপাতাল চত্বরে হাজার হাজার ভক্ত ভিড় জমান। এসময় হাসপাতালের দোতলা থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন