Advertise top
বরিশাল

বরিশালে স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর মাইকিং

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৭:০১ পিএম     আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৭:০২ পিএম

বরিশালে স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর মাইকিং
স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর মাইকিং। ছবি: বরিশাল নিউজ

বরিশালে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্বামী হত্যার ঘটনায় গ্রেফতার আসামির বিচার চেয়ে সড়কে মাইকিং করেছেন নিহতের স্ত্রী শাবানা কর্মকার।

 

বরিশাল প্রেসক্লাব ও আদালত পাড়াসহ নগরীর গুরুত্বপূর্ণ একাধিক সড়কে বৃহস্পতিবার, ৭ মার্চ দুপুরে ঘুরে ঘুরে হ্যান্ডমাইক করেন তিনি। ঘটনার তিন বছর পর প্রধান আসামি গ্রেফতার হওয়ায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তিনি স্বামী হত্যার বিচার চেয়েছেন।

 

শাবানা কর্মকার জানান, ২০২১ সালের ৪ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হন তার স্বামী দেবপ্রসাদ মজুমদার। নিখোঁজের চারদিন পর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরের একটি বাগানে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার মেয়ে এলিজাবেথ কর্মকার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সোমবার, ৪ মার্চ ঢাকা থেকে গ্রেফতার করা হয় প্রধান আসামি ফিরোজ ভাট্টিকে। ফিরোজ আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আব্দুল কাদের ভাট্টির ছেলে।

 

শাবানা কর্মকার বলেন, নিহত দেবপ্রসাদ কর্মকারের সাথে একই এলাকার কাদের ভাট্টির ছেলেদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে তাদের বিরোধ চলে আসছে। সেই ঘটনায় জেরধরে নিখোঁজ হন দেবপ্রসাদ মজুমদার। নিখোঁজের চারদিন পর তার লাশ উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় একাধিক ছায়া তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত শেষে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও আসামি পক্ষ এলাকার প্রভাবশালী হওয়ায় সঠিক বিচার ও জীবনের নিরাপত্তা নিয়ে তারা এখন আতঙ্কিত। তাই গ্রেপ্তারকৃত আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal