বরিশাল বিদেশ ডেস্ক
প্রকাশ : ২২ আগষ্ট ২০২৩, ১২:০৮ এএম
বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, স্রেয়াশ আইয়ার, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামিসহ জাতীয় দলের সব তারকাকেই এশিয়া কাপে পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল।
চলতি মাসের ৩০ আগস্ট পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এবারের এশিয়া কাপের ম্যাচগুলো হবে পাকিস্তান ও শ্রীলংকায়। পাকিস্তানে হবে চারটি ম্যাচ। বাকি নয়টি ম্যাচ হবে শ্রীলংকায়।
এশিয়ার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে সবার আগেই গত ৯ আগস্ট দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত ১২ আগস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ আগস্ট দল ঘোষণা করেছে নেপাল। সোমবার ১৭ সদস্যের দল ঘোষণা করল ভারত।
এদিন বিসিসিআইয়ের পাঁচ নির্বাচক বৈঠকে বসে দল চূড়ান্ত করেন। সেখানে উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা।
এশিয়া কাপে ভারতের ১৭ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), স্রেয়াশ আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিশান (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, সাঞ্জু স্যামসন (রিজার্ভ)।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন