বরিশাল নিউজ
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩২ পিএম আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম
সারাদেশে শনিবার, ২রা মার্চ পালিত হতে যাচ্ছে জাতীয় ভোটার দিবস ২০২৪। বরিশালে দিবসটি উদ্যাপনকে সামনে রেখে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ইতোমধ্যেই নানান কর্মসূচি হাতে নিয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে, ভোটার সেবা কার্যক্রম ও বিশিষ্টজনদের অংশগ্রহণে আলোচনা সভা।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে দুপুর পর্যন্ত অংশীজনদের অংশগ্রহণে দিবসটির নানান কর্মসূচি পালিত হবে।
জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল-৫ (সদর) সংসদীয় আসনের সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম প্রধান অতিথি হিসেবে ভোটার দিবসের আনুষ্ঠানিকতা উদ্বোধন করার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন