Advertise top
শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম    

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান
প্রতীকী ছবি। ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি প্রথমবারের মত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বরিশাল বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সার্বিক সহযোগিতায় পরিচালিত এ রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের পরিচালক ডা.  মো. এইচ, এম, সাইফুল ইসলাম এবং সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ, বরিশালের অধ্যক্ষ অধ্যাপক ডা.সৈয়দ মাকসুমুল হক ।

 

এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলবে রক্তদান কর্মসূচি। এ প্রসঙ্গে উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এ মাহেন্দ্রক্ষণটিকে স্মরণীয় করে রাখতে এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। “মানুষের প্রয়োজনে মানুষ এই বার্তাটি বরিশাল বিশ্ববিদ্যালয়সহ  সকলের কাছে পৌঁছে দিতেই বিশ্ববিদ্যালয় দিবসের মত দিনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে  স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পাশাপাশি এদিন আনন্দ র‌্যালি, আলোচনা সভা এবং  সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal