Advertise top
বাংলাদেশ

মিউনিখে শেখ হাসিনা ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ পিএম    

মিউনিখে শেখ হাসিনা ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক
মিউনিখে শেখ হাসিনা- ভলোদিমির জেলেনস্কি বৈঠক। ছবি: বরিশাল নিউজ

জার্মানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক করেছেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) সাইডলাইনে শনিবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

মিউনিখে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফ-এ অনুষ্ঠিত এই বৈঠকে উভয় নেতা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন।

 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের আগে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

 

সফর শেষে শেখ হাসিনা রোববার, ১৮ ফেব্রুয়ারি রাতে মিউনিখ ত্যাগ করবেন এবং সোমবার, ১৯ ফেব্রুয়ারি তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal