Advertise top
শিক্ষা

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় বসছে  ৮৮ হাজার শিক্ষার্থী

বরিশাল নিউজ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ এএম       

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় বসছে  ৮৮ হাজার শিক্ষার্থী
বরিশাল শিক্ষা বোর্ড। ফাইল ফটো

বরিশাল শিক্ষাবোর্ডে আজ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেছেন, পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে তাঁরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন।

 

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৮৮ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪৭ হাজার ২৫৫ জন এবং ছাত্র সংখ্যা ৪১ হাজার ৩৩১। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করছেন ২৪ হাজার ৬৬৩ জন, মানবিক বিভাগে ৫৩ হাজার ১২ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ১০ হাজার ৯১১জন।

 

গত বছর বরিশাল বিভাগের এক হাজার ৪৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র ছিল ১৯০টি। এবার কেন্দ্র বেড়েছে আরো ৬টি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal