Advertise top
বরিশাল

মেহেন্দিগঞ্জে নিজের শটগানেই গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল

বরিশাল নিউজ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ পিএম    

মেহেন্দিগঞ্জে নিজের শটগানেই গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল
গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল মো. কায়সার আহমেদ। ছবি: বরিশাল নিউজ

বরিশালের মেহেন্দিগঞ্জে মৎস্য বিভাগের সঙ্গে অভিযানে গিয়ে নিজের শটগানের গুলিতে বিদ্ধ হয়েছেন এক পুলিশ কনস্টেবল। উপজেলার চর শেফালী নলচর খালেরমুখে সোমবার, ৫ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

আহত মো. কায়সার আহমেদ মেহেন্দিগঞ্জ থানার কনস্টেবল। মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো হেলালউদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নদীতে অবৈধ জাল দিয়ে জাটকা শিকার বন্ধে অভিযান চলছিল। অভিযানে তাদের সহায়তায় যায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল।

 

অভিযানের সময় কনস্টেবল কায়সার তার সঙ্গে থাকা শটগানের গুলি লোড করতে যান। অসাবধানতায় গুলি বাম পায়ের বুটভেদ করে আহত হয়েছেন তিনি। পরে তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।

 

এ দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামাল হোসেন বলেন, বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৎস্য বিভাগের বরিশালের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

 

মেহেন্দিগঞ্জের গজালিয়া নদীতে এ অভিযানে র‌্যাব-কোস্টগার্ড ও পুলিশ সহায়তা করেছে। দিনভর পরিচালিত অভিযানে অবৈধ ২০টি পাইপজাল, ৮টি বেহুন্দি জাল ও ৫০টি চরঘেরা জাল উদ্ধার করা হয়। পরে ঐ জাল পুড়িয়ে ফেলা হয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal