বরিশাল নিউজ
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম

বরিশালের হিজলা উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী মারা গেছেন। সোমবার ভোরে অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর বোনের চেলে আনিসুর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন গত কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিলেন। রবিবার দুপুরে জ্বর নিয়ে তিনি ঢাকার বাসায় যান। সেখানে ভোরের দিকে বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুইবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ৭২ বছর বয়সি বেলায়েত হোসেন স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ গুণগ্রাহী রেখে গেছেন।
জনি আরও জানান, উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীর প্রথম জানাজা বাদ জোহর উপজেলা চত্বরে ও দ্বিতীয় জানাজা বাদ আসর গুয়াবাড়িয়ায় নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। পরে গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন