বরিশাল নিউজ
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ এএম আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০ এএম
বরিশালে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন হয়েছে। শনিবার রাতে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের ইনডোরে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির।
বিএমপির বিভিন্ন থানার পৃথক ভেন্যুতে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো.শওকত আলী, উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, আলী আশরাফ ভূঁঞা, কমিউনিটি পুলিশিং ফোরাম বরিশাল মেট্রোপলিটনের সভাপতি প্রফেসর স. ম. ইমানুল হাকিম ও সাধারণ সম্পাদক বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ অন্যান্যরা। এবার কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্টে কোতয়ালী মডেল থানা এলাকার ৩৮ টি টিম, বন্দর থানা এলাকার ৩৬ টি, কাউনিয়া থানা এলাকার ২৪ টি এবং এয়ারপোর্ট থানা এলাকার ৪৫ টি টিমসহ মোট ১৪৩টি টিম অংশগ্রহন করছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন