বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ আগষ্ট ২০২৩, ১২:০৮ পিএম আপডেট : ১৮ আগষ্ট ২০২৩, ১২:২৩ এএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তিন বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ১০ দিন পিছিয়ে দেওয়া হলেও ফলাফল একসঙ্গে ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার, ১৭ আগস্ট সকালে এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে ঢাকার তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন বোর্ডে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে ঠিকই। কিন্তু আমরা চেষ্টা করবো ৬০ দিনের মধ্যে একসঙ্গে রেজাল্ট প্রকাশ করতে।
মন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু মহামারি বাড়লেও ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রে বিশেষ ব্যবস্থা রয়েছে। সব পরীক্ষা কেন্দ্রেই ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীর জন্য চিকিৎসাসহ বিশেষ ব্যবস্থা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন