Advertise top
বরিশাল

বরিশালে পুড়েছে ৪ দোকান, কলেজ ছাত্রের মৃত্যু

বরিশাল নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম     আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:২৯ পিএম

বরিশালে পুড়েছে ৪ দোকান, কলেজ ছাত্রের মৃত্যু
বরিশাল নগরীর নতুল্লাবারে জিয়া সড়কে অগ্নিকাণ্ড। ছবি: বরিশাল নিউজ

বরিশাল নগরীর নতুল্লাবাদ এলাকায় মঙ্গলবার ভোর রাতে আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এতে দগ্ধ হয়ে মারা গেছেন কলেজ ছাত্র সজীব জমাদার(২০)।

 

  নতুল্লাবাদ জিয়া সড়কের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন।

 

সজীব জমাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামে কামাল জমাদারের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজে লেখাপড়ার পাশাপাশি হাবিব মটরস নামের একটি দোকানে কাজ করতেন এবং রাতে ওই দোকানেই থাকতেন।

 

 

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, জিয়া সড়কের বিপরীত দিকে এক সারিতে দুটি ফার্নিচারের, একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রয়ের ও একটি গ্যারেজ রয়েছে। রাত ৩টার দিকে ওই দোকানগুলোতে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আগুনের সূত্রপাত সম্পর্কে ষ্টেশন অফিসার রবিউল বলেন, সঠিক কারণ তদন্ত না করে বলা যাবে না। তবে ধারণা করছি বিদ্যুতের সার্কিট থেকে আগুনের শুরু। সজীব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে গেছেন বলে তাদের ধারণা।

 

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কোতোয়ালি মডেল থানার এসআই আল মাহমুদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মরদেহটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান তিনি।  


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal