Advertise top
রাজনীতি

সরকারের পদত্যাগ দাবি করেছে বরিশালের বামজোট

বরিশাল নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম    

সরকারের পদত্যাগ দাবি করেছে বরিশালের বামজোট
বরিশালে বামজোটের সমাবেশ ও মিছিল। ছবি: বরিশাল নিউজ

ডামি নির্বাচন বাতিল এবং একতরফা সরকার পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন দেওয়ার দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার, ২৭ জানুয়ারি এ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ৭ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আরও একটি কলঙ্ক রচিত হয়েছে।

 

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাঢ়ৈ।

 

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বিজন সিকদার।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal