Advertise top
খেলা

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:২০ পিএম       

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা
নাহিদা আক্তার। ছবি: বিসিবি

বাংলাদেশ নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তার আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে স্থান পেয়েছেন । গত বছরটা দারুণ গেছে এই বাঁহাতি স্পিনারের। তারই পুরস্কার পেয়েছেন ২৩ বছর বয়সী নাহিদা।

 

সব মিলিয়ে ১১ ওয়ানডে খেলেছিলেন নাহিদা। উইকেট নেন ২০টি। যেটি গত বছর ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ।

 

আইসিসির ২০২৩ সালের মেয়েদের বর্ষসেরা ওয়ানডে দলে অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। নিউজিল্যান্ডের পেয়েছেন দুজন।

 

আর বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে একজন করে জায়গা পেয়েছেন।

 

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল:

 

ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), চামারি আতাপাত্তু (শ্রীলংকা, অধিনায়ক), এলিস পেরি (অস্ট্রেলিয়া), এমেলিয়া কার (নিউজিল্যান্ড), বেথ মুনি (উইকেট কিপার, অস্ট্রেলিয়া), ন্যাট শিবার ব্রান্ট (ইংল্যান্ড), অ্যাশ গার্ডেনার (অস্ট্রেলিয়া), আনাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নাদিন ডি ক্লার্ক ( দক্ষিণ আফ্রিকা), লি তাহুহু (নিউজিল্যান্ড) ও নাহিদা আক্তার (বাংলাদেশ)।



মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal