Advertise top
শিক্ষা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকরা সম্মুখ যোদ্ধা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম    

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকরা সম্মুখ যোদ্ধা: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বরিশাল সরকারি বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে বরণ। ছবি: বরিশাল নিউজ

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষকদের উপর বিশাল গুরু দায়িত্ব রয়েছে। সেক্ষেত্রে শিক্ষকরা হচ্ছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা। দেশকে সমৃদ্ধশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

 

বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে শুক্রবার, ১৯ জানুয়ারি প্রধান অতিথি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি এসব কথা বলেন। 

 

কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত ব্যবস্থাপনা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর শাহ সাজেদা। অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষার হার বৃদ্ধি করেছে। নতুন প্রজন্মকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। 

 

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী কলেজের জন্য নতুন ছাত্রাবাস নির্মাণ, মাঠের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কলেজের পুকুরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। নতুন সিটি মেয়রকে সঙ্গে নিয়ে বরিশালকে আধুনিক শহরে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এসএম কাইয়ুম উদ্দিন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, স্থানীয় ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal