Advertise top
বরিশাল

পানিসম্পদ প্রতিমন্ত্রী আজ বরিশাল আসছেন, বৃষ্টিতে সংবর্ধনা স্থগিত

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০২:০৪ পিএম       

পানিসম্পদ প্রতিমন্ত্রী আজ বরিশাল আসছেন, বৃষ্টিতে সংবর্ধনা স্থগিত
পানিসম্পদ প্রতিমন্ত্রীর সংবর্ধনার জন্য সজ্জিত বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার। ছবি: বরিশাল নিউজ

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার বরিশাল আসছেন। প্রতিমন্ত্রীর সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার,১৮ জানুয়ারি সকাল ১১টায় ঢাকা হতে বরিশালের উদ্দেশে রওয়ানা হবেন তিনি। শনিবার ঢাকায় ফিরবেন তিনি।

 

মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর এটাই তাঁর প্রথম বরিশাল সফর। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টায় তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। এই সংবর্ধনার আয়োজনে ছিল বরিশাল সিটি কর্পোরেশন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি। সব আয়োজন চূড়ান্ত করা হয়।কমিটির সদস্য এ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, বৃষ্টিসহ বৈরী আবহাওয়ার কারনে আজ সকালে কমিটির এক সভায় এই সংবর্ধনা অনুষ্ঠানের কর্মসূচি স্থগিত করা হয়েছে। 

 

১৯ জানুয়ারি, শুক্রবার বরিশালে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে পানিসম্পদ প্রতিমন্ত্রীর।

 

২০ জানুয়ারি, শনিবার বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal