বরিশাল নিউজ, ঝালকাঠি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:১৯ পিএম আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম
সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় আসলাম হাওলাদার (২৬) নামে ঝালকাঠির এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার, ১৩ জানুয়ারি তড়িক হিজরি নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
আসলাম কাজ শেষে রাতে কর্মস্থল থেকে সাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে কিং সালমান হাসপাতালে ভর্তি করে। সেখানে সোমবার, ১৫ জানুয়ারি বাংলাদেশ সময় বিকেল তিনটায় তাঁর মৃত্যু হয়।
নিহত আসলাম হাওলাদার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবের মদিনায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য ৯ মাস আগে ঝালকাঠি থেকে সেখানে যান আসলাম হাওলাদার। এর আগে তিনি ঐ কোম্পানিতে ৫ বছর চাকরি করে দেশে এসে বিয়ে করেন। তাঁর তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
আব্দুল খালেক হাওলাদার ছেলের মরদেহ দ্রুত দেশে নিয়ে আসার ক্ষেত্রে সরকারের সহযোগিতা চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন