Advertise top
পরিবেশ

তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে, স্কুল বন্ধ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম     আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:৪৬ পিএম

তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে, স্কুল বন্ধ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনা। ফাইল ইমেজ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে তীব্র শীতে স্কুল বন্ধ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার পাঠান বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। ফলে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নেমে যাবে, সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

 

এ ক্ষেত্রে আঞ্চলিক উপপরিচালকরা সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি বা তার বেশি না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিতে হবে।



মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal