বরিশাল নিউজ, ঝালকাঠি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:৩৫ পিএম

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় বরিশাল নগরীর বসিন্দা মো. রহমতুল্লাহ রাকিব (২৫) নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক মো. শান্ত মারাত্মকভাবে আহত হয়েছেন। নিহত রাকিব ২৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. আইয়ুব আলী হাওলাদারের ছেলে। তাঁরা বরিশাল থেকে খুলনা যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে ঝালকাঠি-খুলনা মহাসড়কের গাবখান সেতু টোল প্লাজার কাছে বিটিসিএল পানির ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় শনিবার, ১৩ জানুয়ারি ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা বলেন, আমরা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সেখানে চিকিৎসক মো. রহমতুল্লাহ রাকিবকে মৃত ঘোষণা করেন এবং চালক মো. শান্তকে অর্থপেডিক্স ইউনিটে ভর্তি করার নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন