বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় সুরা ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে যোগ দেন।
এসময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
পরে, শেখ হাসিনা তাঁর নিজ আসন গোপালগঞ্জ-৩ কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে আরেকবার বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও টুঙ্গিপাড়ায় তাঁর সঙ্গে রয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তৎপরবর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলায় গেলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নূরে এলাহি মিনা জানান, শনিবার,১৩ জানুয়ারি সকাল ৯ টায় সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রি।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকালে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর এদিন নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরদিন রবিবার কোটালীপাড়ার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন