Advertise top
বাংলাদেশ

স্মার্ট বস্ত্র ও পাট খাত তৈরিতে কাজ করব: নানক

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৭:৫৩ পিএম     আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম

স্মার্ট বস্ত্র ও পাট খাত তৈরিতে কাজ করব: নানক
মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

বস্ত্র ও পাটখাতকে ‘স্মার্ট’ করে গড়ে তুলতে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জোর দিচ্ছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

 

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প-২০৪১-কে সমানে রেখে পাট ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নে কাজ করতে হবে।

 

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার বিকালে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে সৌজন্য সাক্ষাতে গেলে ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে কথা বলেন মন্ত্রী।

 

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, স্মার্ট বস্ত্র ও পাট খাত তৈরিতে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করা হবে। এই খাতে দেশের বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাব।

সূত্র:বাসস


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal