বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৩:৪১ পিএম
মিরপুর একাডেমি মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলো অনুশীলন করছে।একই সঙ্গে অনেকগুলো দল মাঠে থাকায়,অনুশীলন ঠিকঠাকতো হই না, উপরোন্ত বল গায়ে লাগার ভয়ে থাকতে হয় ক্রিকেটারদের। এই কারনে এবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতেও অনুশীলন করার সুযোগ দেওয়া হয়েছে।
খুলনা টাইগার্স দলের কোচ তালহা জুবায়ের বৃহস্পতিবার বলেন, ‘আমরা আগামীকাল বিকেএসপি যাচ্ছি স্থানীয় ক্রিকেটারদের নিয়ে। ওখানে চারদিন অনুশীলন করব। ১৬ তারিখে ফিরব।’ বিকেএসপিতে সব সুযোগ-সুবিধা থাকায় সেখানে অনুশীলন করছে খুলনা।
তালহা জুবায়ের বলেন, ‘আমি যখন খেলতাম তখন আবাহনী মাঠ ছাড়া তেমন কোনো মাঠই ছিল না। এখন তো আবাহনী মাঠেও খেলা হয় না। ঢাকার মধ্যে মাঠ থাকাটা জরুরি। আশা করি, স্টেডিয়াম যেটা হচ্ছে পূর্বাচলে, ওখানে হলে ভালো। মাঠের স্বল্পতা আমাদের সব সময় ভোগায়। ঢাকা শহরে মাঠ নেই।
তালহা জুবায়ের বাংলাদেশের হয়ে সাতটি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলেছেন। পরে কোচিংয়ে আসেন। এবারই প্রথম বড় দায়িত্ব পেলেন।
তিনি বলেন, ‘এটা আমাদের জন্য ইতিবাচক। বড় সুযোগ। আমি প্রিমিয়ার লিগে কোচিং করি, জাতীয় লিগে করি; কিন্তু বিপিএলটা বড় মঞ্চ আমাদের জন্য। সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব।’
১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন