Advertise top
বাংলাদেশ

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চাপ: পররাষ্ট্র মন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৬ আগষ্ট ২০২৩, ০৮:০৮ পিএম     আপডেট : ১৬ আগষ্ট ২০২৩, ০৮:০৬ পিএম

রোহিঙ্গাদের নাগরি�

 

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে বাংলাদেশকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

বুধবার, ১৬ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

রবিবার, ১৩ আগস্ট কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‌‘বৈঠকে রোহিঙ্গা নিয়ে কথা হয়েছে। তারা (কংগ্রেসম্যান) বলেছেন, এই জনগোষ্ঠীর কাজকর্মতো কিছুই নেই। আপনারা তাদের কাজকর্ম দেন, তাদের অ্যাবজর্ব করে নেন।’

 

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন জানিয়ে বলেন, কংগ্রেসম্যানদের বলেছি ‘দুনিয়াতে আমরা সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের এখানে প্রতিবছর গড়ে ২০ লাখ ছেলে-মেয়ে মার্কেটে আসছে। তাদের সবাইকে আমরা চাকরি দিতে পারি না। তারা বিদেশে গিয়ে কর্মী ভিসায় কাজ করেন। রোহিঙ্গাদের কীভাবে কাজ দেবো? তারা নিজ দেশে ফেরত যেতে চায়। আমরাও চাই, তারা ফেরত যাক। আপনারাও কিছু নিয়ে যান। আপনারা বলেছিলেন, কিছু নেবেন। একটাও নেননি।’


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal