Advertise top
নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের হার ৪১.৮%

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম     আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম

নির্বাচনে ভোটের হার ৪১.৮%
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি: টিভি থেকে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

 

সোমবার, ৮ জানুয়ারি দুপুরে তিনি এ তথ্য জানান।

 

ভোটের দিন বিকাল ৩টা পর্যন্ত ২৭ শতাংশ ভোটের কথা জানানো হলেও, শেষ ঘণ্টায় ১৩ শতাংশ ভোট পড়েছে, যা অস্বাভাবিক বলে নানা মহলে সমালোচনা হচ্ছে। এ বিষয়ে সিইসি বলেন, যখন ২টা কিংবা ৩টায় তথ্য দেওয়া হয়, সেটা কোনোভাবেই সঠিক নয়। যখন রাত ১০টায় বলি, তখন সব তথ্য চলে আসে এবং সঠিক তথ্যটি জানা যায়। তিনি বলেন, ৪১.৮ শতাংশ নিয়ে কারো যদি সন্দেহ থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারে।

 

সিইসি বলেন, কেউ যদি মনে করেন এ তথ্যে ভুল হয়েছে, ভোটের এ হার নিয়ে সমালোচনাকারীদের তথ্য-প্রমাণ নিয়ে আসার চ্যালেঞ্জ দেওয়া হলো। যদি আপনারা মনে করেন সেটাকে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal