Advertise top
নির্বাচন

ভোটার আসছেন ধীরে ধীরে

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:১১ পিএম     আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫ পিএম

ভোটার আসছেন ধীরে ধীরে
বরিশালে অশ্বিনী কুমার হল কেন্দ্রে সকাল সোয়া আটটারয় ভোটারদের লাইন। ছবি: বরিশাল নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৫ আসনের সিটি করপোরেশন এলাকায় শুরুতে ভোটারদের উপস্থিতি ছিল কম।  তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা বাড়তে থাকে। এই চিত্র দেখা গেছে নগরীর সরকারি মহিলা কলেজ, অশ্বিনী কুমার হল, বরিশাল জিলা স্কুল এবং একে ইনস্টিটিউশনে।

 

সকাল ৮ টায় ভোট শুরু হলেও দেখা গেছে  এসব কেন্দ্রে প্রথম ঘন্টায় ভোট পড়েছে ১৫ থেকে ২০টি। সকাল ১০টায় তা বেড়ে দাঁড়ায় একশ’ য়ের উপরে। বেলা ১১ টায় তা তিনশ’ ছাড়িয়ে যায়। আর এই সময়  বেশি সংখ্যাক  ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। 

 

বেশ কয়েকজন ভোটারদেরসাথে কথা হয় এই প্রতিনিধির। কেন এত দেরীতে এসেছেন  জানতে চাইলে তাঁরা বলেন,‘ বাসায় বসে টিভিতে পরিস্থিতি দেখেছি। তারপরে ভোট দিতে এসেছি।’ এজন্য দেরী হয়েছে। 

 

তবে ইউনিয়ন এলাকায় এই চিত্র ছিল ভিন্ন। সেখানে নারী ভোটাররা বরাবরের মতো ‘সকাল সকাল’ কেন্দ্রে এসেছেন। কারন বাড়ী ফিরে  তাদের  রান্নাবান্না করতে হবে। 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal