Advertise top
নির্বাচন

নির্বাচনের দিন চলবে প্রাইভেটকার, গণপরিবহন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম     আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৮:২৮ পিএম

নির্বাচনের দিন চলবে প্রাইভেটকার, গণপরিবহন
ভোটের দিনে গণপরিবহন চলবে। প্রতীকী ছবি

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য ৭ জানুয়ারি, নির্বাচনের দিন গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচলে কোনো নিষেধাজ্ঞা থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

 

আজ মঙ্গলবার, ২ জানুয়ারি তিনি বলেন, 'সব পরিবহনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলে ভোটাররা কীভাবে ভোট কেন্দ্রে যাবেন? এটি বিবেচনা করে, আমরা গণপরিবহন যেমন—লোকাল বাস বা নিয়মিত রুটের বাস ও প্রাইভেট কার চলাচলের অনুমতি দিচ্ছি।'

 

এছাড়া ইজি বাইক ও অটোরিকশা চলাচলের অনুমতিও দেওয়া হবে বলে জানান তিনি।

 

এ বিষয়ে একদিনের মধ্যে সার্কুলার জারি করা হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal