বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১১:০০ এএম আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১১:৩১ এএম
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে ১৯ জানুয়ারি থেকে। এবারের আসরটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করেছেন নির্বাচক হান্নান সরকার।
বিশ্বকাপ দলের অধিনায়ক হচ্ছে মাহফুজুর রহমান রাব্বি। এশিয়া কাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলেরও অধিনায়ক ছিলেন রাব্বি। আর সহ-অধিনায়ক করা হয়েছে আহরার আমিনকে। এ ছাড়া এশিয়া চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ সদস্যই রয়েছেন যুব বিশ্বকাপ স্কোয়াডে।
বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে ক্যাম্প হবে যুবাদের। প্রায় সপ্তাহখানেক ক্যাম্পের পর দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। সেখানেও তাদের কয়েকদিনের কন্ডিশনিং ক্যাম্প হবে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফা মৃধা।
স্ট্যান্ড বাই: নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও আকান্ত শেখ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন