Advertise top
নির্বাচন

বরিশালের সেই সুনাম ফিরিয়ে আনতে চাই: শেখ হাসিনা

বরিশাল নিউজ

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম     আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম

বরিশালের সেই সুনাম ফিরিয়ে আনতে চাই: শেখ হাসিনা
বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছন শেখ হাসিনা। ছবি: টিভি থেকে নেওয়া

বরিশালের জনসভায় শেখ হাসিনা বলেন, এক সময়ের শষ্য ভাণ্ডার  বরিশালকে আবার আমরা শস্য ভাণ্ডারে রূপান্তর করতে চাই। আমরা বরিশালের সেই সুনাম ফিরিয়ে আনতে চাই।

 

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী আরো বলেন,বরিশালে আমরা সেনানিবাস করে দিয়েছি। ভোলার গ্যাস বরিশালে আনা হবে তার ব্যবস্থা হচ্ছে দিচ্ছি। দেশে একটা মানুষও পিছিয়ে থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ভাঙ্গা বরিশাল কুয়াকাটা সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

 

আওয়ামী লীগ সভাপতি  শেখ হাসিনা আরো বলেন, বিএনপির অপশাসনের বিরুদ্ধে ২০০৮ সালে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল।  আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ এগিয়ে যায়। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, দারিদ্র্য বিমোচন করেছি, ডিজিটাল বাংলাদেশ করেছি। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। 

 

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শূন্য হাতে বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু করেছিলেন। তিনি দায়িত্ব নেয়ার তিন বছরের মধ্যে তার ২৭৭ ডলারের উন্নীত করেন,  অসহায়দের জন্য অকাতরে সব মিলিয়ে দেন। শুধু জাতির পিতাকে হত্যা নয় মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছিলো। এরপর অবৈধভাবে জিয়া ক্ষমতায় আসে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি।

 

প্রধানমন্ত্রী বলেন গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে দেশে ব্যাপক উন্নয়ন উন্নয়ন সাধিত হয়েছে। পুনরায় দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। এজন্য প্রধানমন্ত্রী সকলকে অনুরোধ করেন ৭ জানুয়ারি সকাল-সকাল কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেওয়ার।

 

 

জনসভার সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

 

এ ছাড়া ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহও বক্তব্য দেবেন।

 

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন। এর পাঁচ বছর পর এবার নির্বাচনী সভায় যোগ দিলেন তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal