Advertise top
বরিশাল

উজিরপুরে বাস-ট্রলি সংঘর্ষ; ট্রলিচালক ও হেলপার নিহত

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম       

উজিরপুরে বাস-ট্রলি সংঘর্ষ; ট্রলিচালক ও হেলপার নিহত
দুর্ঘটনার পর সড়কের পাশের একটি গাছের উপর আছড়ে পড়ে যাত্রীবাহী বাস। ছবি: বরিশাল নিউজ।

বরিশালের উজিরপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রলির মধ্যে সংঘর্ষে ট্রলিচালক সোহরাব কবিরাজ (২৭) ও চালকের সহকারী রুবেল হাওলাদার (২৩ নিহত হয়েছেন। নিহত দুজনই উজিরপুর উপজেলার বাসিন্দা। ট্রলিটি গৌরনদী থেকে উজিরপুরের ইচলাদি যাচ্ছিল।

 

উপজেলার আটিপাড়া নামক স্থানে আজ রবিবার ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও বাসে থাকা যাত্রীরা জানান, বাসটি বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। দুর্ঘটনার পর বাসটি পাশের একটি গাছের উপর আছড়ে পড়ে। এতে কয়েকজর যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক পলাতক।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা করেছে।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত)মো.তৌহিদুজ্জামান বলেন, দ্রুতগামী বাসটি কুয়াশার কারণে সামনে দেখতে না পেয়ে দুর্ঘটনায় পড়ে বলে ধারণা করা হচ্ছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal