Advertise top
নির্বাচন

আমাকে নয়, ভোট দেবেন শেখ হাসিনার নৌকায়: মেনন

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ পিএম       

আমাকে নয়, ভোট দেবেন শেখ হাসিনার নৌকায়: মেনন
বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন দোয়া অনুষ্ঠানে।

বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমাকে নয়, ভোট দেবেন শেখ হাসিনার নৌকায়। বানারীপাড়ার বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নিয়ে মেনন এ কথা বলেন।

 

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হতে পারলে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

 

গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন ছানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

গণসংযোগকালে  শুক্রবার বাদ জুমা বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইন্সটিটিউশন পাইলট স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুকের বাবা প্রয়াত ডা. মোতাহার উদ্দিনের দোয়া অনুষ্ঠানে অংশ নেন মেনন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal