বরিশাল নিউজ
প্রকাশ : ৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামিমকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার,১৮ ডিসেম্বর সকালে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। জেলা রিটানিং কর্মকর্তা মো: শহিদুল ইসলামের কাছ থেকে প্রতীক বুঝে নেন মহানগর আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নূরুল হক, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন,সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ, সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহোযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতীক নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন মূলক কাজ তুলে ধরে জেলা প্রশাসক অফিস থেকে শুরু করে চকবাজার, সদর রোডসহ গুরুত্বপূর্ণ এলাকায় জনসংযোগ করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড লষ্কর নুরুল হক এর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকালে নগরীতে নৌকায় ভোট চেয়ে মাইকেও প্রচারণা করা হয়। পোস্টারে ছেয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা।
তবে প্রার্থী জাহিদ ফারুক ঢাকায় অবস্থান করায় প্রথম দিনের প্রচারণায় অংশ নিতে পারেননি। মঙ্গলবার বরিশাল ফিরে প্রার্থী প্রচারণায় অংশ নিবেন বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।
বরিশাল নিউজ/এমএম
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন