Advertise top
ঝালকাঠি

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৭ এএম       

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নলছিটির দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটির দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন জন মাহিন্দ্র যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- বরিশালের কাউনিয়া এলাকার মো. জসিম (৪৫), নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের রাজিব খান (৪০) ও নলছিটির নলবুনিয়া গ্রামের সুরভী বেগম (৩৫)।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী বেপারী পরিবহণের একটি বাসের সঙ্গে জিরোপয়েন্ট এলাকায় বরিশালগামী একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রের ভিতরে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এক নারী যাত্রী মারা যান।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal