Advertise top
বরিশাল

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহতরা বাড়ী ফিরে গেছেন

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১১:১২ এএম    

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহতরা বাড়ী ফিরে গেছেন
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া সাকুরা পরিবহনের বাস । ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আজ মঙ্গলবার, ১৫ এপ্রিল ভোর সাড়ে চারটার দিকে সদর উপজেলার ইছানীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাসদস্যরা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। এর আগে ১২ এপ্রিল একই স্থানে ঢাকা টু পাথরঘাটা রুটে চলাচলকারী ইতালি পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে আটকে থাকা অবস্থায় আহত যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাই।

 

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী সাকুরা পরিবহনের বাসটি  ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৩ জন যাত্রী আহত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে যার যার গন্তব্যস্থলে চলে গেছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal