Advertise top
বরিশাল

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল প্রকৌশলীর

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম    

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল প্রকৌশলীর
সড়ক দুর্ঘটনা- প্রতীকী ছবি।

ঝালকাঠি নলছিটি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুর রহমান বাচ্চু (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার বিসিকের সামনে শনিবার এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাইদুর রহমান পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব কাছিপাড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী হিসেবে কাজ করতেন।

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাইদুর রহমান ঝালকাঠী জেলা পরিষদে কর্মরত ছিলেন। শনিবার অফিস শেষে তিনি মোটরসাইকেলযোগে বরিশাল শহরে ফিরছিলেন। তিনি নলিছিটি বিসিকের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের উপর পড়েন তিনি। এতে গুরুতর আহত হন সাইদুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নলছিটি থানার ডিউটি অফিসার এএসআই সুমন বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal