বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:১১ পিএম
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন। শুকুর আলী বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত আর মহিউদ্দিন দেশটিভির স্পেশাল করেসপন্ডেন্ট।
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর সন্ধ্যায় ফল ঘোষণা করেন ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে এক হাজার ৪০৪টি ভোট পড়েছে।
নির্বাচনে সৈয়দ শুকুর আলী শুভ ৫৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। আর মহিউদ্দিন সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এদিকে, সভাপতি পদে কবির আহমেদ খান পেয়েছেন ৩৫৭ ভোট। সাখাওয়াত হোসেন বাদশা ৪২৯টি ভোট, জহিরুল হক রানা ১২টি ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদকের পদে মহিউদ্দিন সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়েছেন। মাইনুল হাসান সোহেল ৪৭১টি ভোট এবং আব্দুল্লাহ আল কাফি ৩০৭টি ভোট পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন