Advertise top
খেলা

শুধু আহমেদাবাদ নয়, স্তব্ধ পুরো ভারত

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ২১:১১

শুধু  আহমেদাবাদ নয়,  স্তব্ধ পুরো ভারত
গ্যালারিতে নিস্তব্ধতা।

অস্ট্রেলিয়াকে শুধু রোহিত-কোহলিদের সাথেই লড়াই করেনি। তাদের লড়াই করতে হয়েছিল ভারতের বিপুলসংখ্যক সমর্থকদের গগনবিদারী চিৎকারের বিপক্ষেও।

 

এটা কীভাবে সামলাবেন প্যাট কামিন্স-মিচেল স্টার্করা?

 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে  এমন এক প্রশ্নের উত্তরে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স যা বললেন, তার মানে দাঁড়ায় ভারতের এই বিপুলসংখ্যক সমর্থকদের চুপ করিয়ে দেওয়াই লক্ষ্য তাঁর দলের!

 

সংবাদ সম্মেলনে কামিন্স বলেছেন, ‘আমি মনে করি, আপনাকে এটা সামলাতে হবে। নিশ্চিত করেই দর্শক থাকবে একপেশে। কিন্তু খেলায় তো এমন বিপুলসংখ্যক সমর্থকদের চুপ করিয়ে দেওয়ার চেয়ে সন্তুষ্টির আর কিছু হতে পারে না। আমাদের আগামীকালের লক্ষ্য এটাই।’

 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে  প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শককে  ‘চুপ’ করে দেওয়ার কথা বলেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট ক্যামিন্স।  কিন্তু তিনি পুরো ভারতকে যেন চুপ করিয়ে দিলেন। 

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। সত্ব © বরিশাল নিউজ ২০২৩

Developed By NextBarisal