Advertise top
খেলা

রোহিতদের জয় চেয়ে মোদি ও ভারতীদের প্রার্থনা

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১০:১১ পিএম     আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:০২ পিএম

রোহিত-কোহলিদের জয় চেয়ে মোদি ও ভারতবাসীর প্রার্থনা
রাজস্থানের বীর তেজাজি মন্দিরে প্রার্থনারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : টুইটার

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ভারত।

 

সেই ম্যাচে রোহিত শর্মা–বিরাট কোহলিদের জয় কামনায় প্রার্থনায় বসেছেন ভারতবাসী। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দলের সাফল্য চেয়ে প্রার্থনা করেছেন।

 

ভারত বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। সর্বশেষ বৈশ্বিক শিরোপা জিতেছিল ২০১৩ সালে। ওই বছর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দলটি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল; তবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২১ ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরে যায়। এর মধ্যে ফাইনালে সর্বশেষ হারটা অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

 

ট্রফি–ছোঁয়া দূরত্বে থেকে এবার যাতে হতাশা নিয়ে ফিরতে না হয়, তাই রোহিত–কোহলিদের জন্য প্রার্থনায় বসেছেন ভারতীয়রা। ক্রিকেটপাগল ভারতীয়দের আশা, ঘরের মাঠে প্রিয় দল তাঁদের নিরাশ করবে না, প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৪০ কোটি ভারতবাসীকে আনন্দের জোয়ারে ভাসাবে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal