বরিশাল নিউজ, পটুয়াখালী
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৭:১১ পিএম আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিধিলি বিকাল ৩টায় মোংলা-পায়রা দিয়ে উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে গেছে।
শুক্রবার বেলা চারটার দিকে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ব্রিফিং-এ এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা বন্দরে দেওয়া সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।
ঢাকা আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'মিধিলি' উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বিকেল ৩টায় উপকূল অতিক্রম শেষ করেছে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালী ও এর কাছাকাছি এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। মিধিলির প্রভাবে সারাদেশে মধ্যেরাত পর্যন্ত বৃষ্টি থাকতে পারে।
বরিশাল, পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মিধিলির প্রভাবে ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ভোলায়, ১৪৪ পটুয়াখালীতে, বরিশালে ১১৬ মিমি।
হাতিয়া দিয়ে বয়ে চলার সময় ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ ৯৪ কিলোমিটার গতিবেগ অর্জন করে, আর পটুয়াখালীতে বাতাসের গতিবেগ ছিলো ৮৩ কিলোমিটার।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন