Advertise top
রাজনীতি

পুলিশের বাধায় থেমে গেল ইসলামী আন্দোলনের গণমিছিল

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:১১ পিএম     আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম

পুলিশের বাধায় থেমে গেল ইসলামী আন্দোলনের গণমিছিল
একতরফা তফশিল ঘোষণার প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণমিছিল। ছবি: সংগৃহীত শ

পুলিশের বাধা পেয়ে পিছু হটেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একতরফা তফশিল ঘোষণার প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে গণমিছিল শুরু করেছিল তারা।কিন্তু শন্তিনগরে পুলিশি তাদের বাধা দিলে সেখানেই কর্মসূচি বন্ধ করে দেন তারা। 

 

 

বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বুধবার বিকাল ৩টা ৩৫ মিনিটে এই গণমিছিল শুরু হয়। এর আগে বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত হন দলটির নেতাকর্মীরা। এরপর সেখান থেকে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল শুরু করেন তারা।

 

তবে মালিবাগ শান্তিনগর মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

 

এ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সিনিয়র নেতারা তাদের নিবৃত করেন। শেষে সেখানে পথসভা করে দলটি।

 

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal