বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:১১ পিএম আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম
তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার সন্ধ্যা ৭টায় সরাসরি সম্প্রচারে এসে তিনি এই তফসিল ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন ২০২৪ সালের রবিবার, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর ২০২৩
যাছাই- বাছাই ১-৪ ডিসেম্বর ২০২৩
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপীলের আবেদন ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি।
ভোট রবিবার, ৭ জানুয়ারি ২০২৪, ভোট গ্রহন সকাল ৮টা থেকে বিকাল ৪টা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা আগেই চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে ভোট দেবেন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, এর আগে ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে।
সেই হিসাবে গত ১ নভেম্বর নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতেই ভোট আয়োজনের প্রস্তুতির কথা এর আগে বিভিন্ন সময়ে কমিশনের পক্ষ থেকে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন