Advertise top
রাজনীতি

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতিসহ ২ জন গ্রেপ্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:১১ পিএম    

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতিসহ ২ জন গ্রেপ্তার
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি এবং তার সহযোগী আবির গ্রেপ্তার। ছবি: বরিশাল নিউজ

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম ওরফে রনি এবং তার সহযোগী আবিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

 

তাদের বিরুদ্ধে নির্বাচনি তফসিল ঘোষণার পর বরিশাল-ঢাকা রুটের লঞ্চে অগ্নিসংযোগ করে নাশকতা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।  

 

বরিশাল র‌্যাব ৮-এর কার্যালয়ে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনি তফসিল ঘোষণার পর বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনার অন্যতম হোতা বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। তার বিরুদ্ধে অগ্নিসংযোগসহ বিভিন্ন আইনে ৮-১০টি মামলা রয়েছে।

 

তিনি আরও বলেন, তারা সাধারণ মানুষের ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগসহ জানমালের ক্ষতি করে তা ভিডিও করে নেতাদের পাঠিয়ে দিত, যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ছাড়া বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের একটি কল রেকর্ডও ভাইরাল হয়েছে।

 

কমান্ডার মঈন আরও বলেন, গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতাও বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম। ওই মামলায় বরিশাল নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal