বরিশাল নিউজ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১১:১১ পিএম আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
চতুর্থ দফা বিএনপি’র ডাকা অবরোধ কর্মসূচির প্রথমদিন আজ রবিবার বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল নির্বিগ্ন রাখতে অবরোধ বিরোধী মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর-টরকী বাসষ্ট্যান্ড পর্যন্ত মহড়া চালায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে মাহিলাড়া বাসষ্ট্যান্ড ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, পৌর যুবলীগের সহসভাপতি ফরহাদ হোসেন, পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, যুবলীগ নেতা সলিল গুহ পিন্টু, রাশেদ হাওলাদার, শাহাদাত হাওলাদার, ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম সঙ্গীত সহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন