Advertise top
রাজনীতি

অবরোধের বিপক্ষে বরিশাল মহিলা আ’লীগের মানববন্ধন

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১১:১১ পিএম       

অবরোধের বিপক্ষে বরিশাল মহিলা আ’লীগের মানববন্ধন
নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল মহিলা আ’লীগের মানববন্ধন। ছবি: বরিশাল নিউজ

 

অবরোধের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড, নারীদের প্রতি সহিংসতা, পুলিশ হত্যা, সাংবাদিকদের ওপর আক্রমণ, গণপরিবহণে অগ্নিসংযোগ, জালাও-পোড়াও সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে বরিশালে মানববন্ধ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ মানববন্ধন করেছে।

 

নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বুধবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিগার সুলতানা হনুফা।

 

তাঁরা বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ওঠে পড়ে লেগেছে। তারা সন্ত্রাস নৈরাজ্য করে জনগণের সাধারণ জীবনযাত্রায় ভোগান্তির সৃষ্টি করছে। এই নৈরাজ্য দেশের মানুষ মেনে নিচ্ছে না। বিএনপি জামায়াতকে জানিয়ে রাখতে চাই- জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীরা সবসময় মাঠে থেকে অপকর্ম প্রতিহত করবে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal