Advertise top
স্পেশাল

সারাদেশে ৫ বাসে এবং ১ আ’লীগ অফিসে আগুন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৭:১১ পিএম     আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৭:০২ পিএম

সারাদেশে ৫ বাসে এবং ১ আ’লীগ অফিসে আগুন
বাস ও আওয়ামী লীগ অফিসে আগুন

 

অবরোধ সময়ের আগেই দেশের বিভিন্ন স্থানে ১২ ঘণ্টায় অন্তত পাঁচটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া সকালে বগুড়ায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের খবর এসেছে।

 

শনিবার,৪ নভেম্বর সন্ধ্যা সাতটা থেকে আজ  রবিবার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত এসব ঘটনা ঘটানো হয়েছে।

 

এর মধ্যে রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের কদমতলী ও সিদ্ধিরগঞ্জ এবং রাত পৌনে ১২টার দিকে ভোলার চরফ্যাশনে মোট তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

 

এদিকে সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়েও অগ্নি সংযোগ করা হয়েছে। এছাড়া, সকালে বগুড়ার তেলিপুকুরে ট্রাক, কাভার্ড ভ্যানসহ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 


 

পাশাপাশি রবিবার সকাল ছয়টা ২৪ মিনিটে গাজীপুরের ভোগরায় একটি বাসে অগ্নি সংযোগের খবর এসেছে।

 

সারাদেশে গণপরিবহনে আগুন দিয়েই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। রাত দুইটা ৫৫ মিনিটে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুর আওয়ামী লীগ কার্যালয়েও আগুন দেয়।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal