Advertise top
স্পেশাল

নাটোর ও ঠাকুরগাঁওয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৬:১১ পিএম       

নাটোর ও ঠাকুরগাঁওয়ে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ
নাটোর ও ঠাকুরগাঁওেয় টায়ার জ্বালিয়ে অবরোধ।

 

নাটোর ও ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন।

 

ঢাকা-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় রবিবার,৫ নভেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। সড়কে তারা প্রায় আধা ঘণ্টা অবস্থান নেন।

 

সড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থানের ফলে মহাসড়কে চলাচলকারী রাস্তার দুই পাশে একাধিক গাড়ি থেমে যায় ও যানজট দেখা দেয়। পরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের পক্ষে ও সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকে দলটির নেতাকর্মীরা।

 

কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।

 

এরইমধ্যে সেখানে পুলিশ উপস্থিত হলে দ্রতি স্থান ত্যাগ করেন অবরোধকারীরা।

 

এদিকে রাত তিনটা ৫২ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের তিন রাস্তার মোড়ে গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেয়া হয়।

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal