বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১১:১১ এএম আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০২:২০ পিএম

বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধ শুরু হয়েছে আজ রবিবার সকাল থেকে। এই দফায় অবরোধ চলবে টানা ৪৮ ঘন্টা অর্থাৎ রবি থেকে সোমবার, ৬ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দুই দিনের সড়ক, নৌ ও রেলপথে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
জাতীয় নির্বাচনের আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকার দৈনিক বাংলা মোড়ে পুলিশের সাথে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। সংঘাতে প্রাণ যায় যুবদলের মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ডের নেতা শামীম মোল্লার।
সংঘর্ষের মধ্যে পণ্ড হওয়া সমাবেশ থেকে পরদিন সারাদেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ অক্টোবর সেই হরতালের সকালে গুলশানের বাসা থেকে ফখরুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন