Advertise top
আদালত-অপরাধ

১২ বছর পর ধরা পড়ল

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৮:১১ পিএম     আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৮:২০ পিএম

১২ বছর পর ধরা পড়ল
প্রতীকী ছবি

 

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ডাকাতি মামলার ২২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.বাবুলকে ১২ পরে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করেছে দক্ষিণ আইচা থানার পুলিশ।

 

থানা সূত্রে জানা যায়, দক্ষিণ আইচা থানার ওসি মো.সাঈদ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ঢালচর ফাঁড়ির ইনচার্জ এসআই আশফাক, দক্ষিণ আইচা থানার এএসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল মো.মীর শওকত, মো. লিনকনসহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাতে দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কালকিনির চর এলাকায় অভিযান চালিয়ে একটি ঝুপড়ি ঘর থেকে মো. আমিন বেপারীর ছেলে বাবুলকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করে থানা পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার ওসি মো. সাঈদ আহমেদ জানান, বাবুল দীর্ঘদিন পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলো। ওয়ারেন্টের সূত্র ধরে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal