বরিশাল নিউজ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১০:৩১ পিএম
মা ইলিশ রক্ষায় বরিশালের হিজলায় অভিযানিক দলের ওপর ইলিশ শিকারিরা হামলা করেছে। তবে হামলায় কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছেন জানিয়েছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।
হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের মেঘনা নদীর জানপুর ও খালিশপুর অংশে বৃহস্পতিবার, ১৯ অক্টোবর বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এম এম পারভেজ শুক্রবার দুপুরে বলেন, ইলিশ সম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করছিলেন জেলেরা। বিষয়টি জানতে পেরে খালিশপুরের অংশে অভিযানে গেলে আকস্মিক অভিযানিক দলের ওপর হামলা চালায় তারা। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করার পাশাপাশি নৌকায় থাকা লাঠির মাথায় মশালের মতো জিনিস আমাদের বোটকে লক্ষ্য করে ছুড়ে মারে। যার মধ্যে আমাদের মাঝি-শ্রমিকসহ কয়েকজন জেলেদের হামলায় আহত হয়েছেন। অভিযানে নৌ পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন বলে জানিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত অভিযানিক দলের তাড়া খেয়ে জেলেরা নদীতে মাছ শিকার রেখে পালিয়ে যায়।
এদিকে হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, জেলেরা অভিযানিক দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলেও ধাওয়া খেয়ে তারা পালিয়ে যান। এ ঘটনায় অভিযানিক দলে থাকা নৌ পুলিশের কেউ আহত হয়নি। এদিকে ওইদিন মেঘনা নদীতে অভিযান চালিয়ে আটক ১২ জেলের নামে নিয়মিত মামলা দায়েরের কথা জানিয়েছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা।
গত ১৪ অক্টোবর সকাল সাড়ে ১০টায় তেঁতুলিয়া নদীতে অভিযানে গিয়ে হামলার শিকার হয় অভিযানিক দল। ওই সময় প্রায় ১৫০ থেকে ২০০ জেলে একত্রিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা হাতে নিয়ে অভিযানিক দলের ওপর হামলা চালায়। এ ঘটনায় ওইদিনই থানায় দেড়শ জনের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়া একইদিন বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে অভিযানে গিয়ে জেলেদের হামলায় অতুল জোয়াদ্দার নামে এক মৎস্য কর্মকর্তা আহত হয়েছেন। সে ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন