বরিশাল নিউজ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম
শারদীয় দুর্গাপুজা উৎসব উপলক্ষে রবিবার বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রুম্পা শিকদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখা তালুকদার মোহাম্মদ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, উপজেলা, জেলা ও মহানগরীর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দসহ আরও অনেকে।
পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে পূজা মন্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত পুলিশ, র্যাব, ভ্রাম্যমান আদালত, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন