Advertise top
বরিশাল

৩১শে অক্টোবর ভোলার ইন্ট্রাকো ঘেরাও কর্মসূচি

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম    

৩১শে অক্টোবর ভোলার ইন্ট্রাকো ঘেরাও কর্মসূচি
বরিশালে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের প্রতিনিধি সভা। ছবি: বরিশাল নিউজ

 

দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করে ভোলার গ্যাস অন্যত্র সরবরাহের অপচুক্তি বাতিল করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে ভোলার ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও করার কর্মসূচি নেওয়া হয়েছে।

 

ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটি  এই কর্মসূচি ঘোষণা করে। আগামী ৩১শে অক্টোবর ইন্ট্রাকো ঘেরাও কর্মসূচি সফল করার জন্য দক্ষিণাঞ্চলের জনগণের প্রতি আহবান জানান তারা।

 

বরিশাল ফকিরবাড়ি রোডস্থ বাসদ কার্যালয়ে শনিবার, ৭ অক্টোবর ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরী।

 

সভা পরিচালনা করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী।

 

প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের ভোলা জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, বরিশাল জেলা শাখার আহবায়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজিজ খোকন, পটুয়াখালী জেলা শাখার আহবায়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবি পটুয়াখালী জেলা শাখার সভাপতি কমরেড মোতালেব মোল্লা, বরগুনা জেলা শাখার আহবায়ক আনিসুর রহমান , ঝালকাঠি জেলা শাখার আহবায়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবি ঝালকাঠি জেলা শাখার সভাপতি প্রশান্ত দাস হরি, গোপালগঞ্জ জেলা শাখার সংগঠক ও বাসদ গোপালগঞ্জ জেলা শাখার সংগঠক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি, ভোলা জেলা শাখার সদস্য সচিব এস এম বাহাউদ্দীন ,বরিশাল জেলা শাখার সদস্য সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন শিকদার, বাসদ উজিরপুর উপজেলার সংগঠক মঞ্জুর মোর্শেদ প্রমুখ।

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal